নিউজ ডেস্ক: ফের পূর্ব পল্লীর মাঠে অনুষ্ঠিত হতে চলেছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। আয়োজনের উদ্যোগ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের। তিন বছর পর ফের শান্তিনিকেতনের প্রাণের এই মেলার আয়োজনে এগিয়ে এল বিশ্বভারতী কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিকের তত্ত্বাবধানে কর্মসমিতির (ইসি) বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে।
২০১৯ সালে শেষবারের মতো পূর্ব পল্লীর মাঠে এই মেলার আয়োজন করা হয়েছিল। এরপর কোভিড কালে মেলা বন্ধ করে দেওয়া হয়েছিল। মেলা পরিচালনায় অন্তরায় হয়ে দাঁড়ায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের সঙ্গে রাজ্য সরকারের সংঘাতের বিষয়টি। ২০২১ ও ২০২২ সালে পূর্বপল্লীর মাঠে পৌষমেলা বন্ধ করে দেন তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।
বোলপুর ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে পড়ুয়া, শান্তিনিকেতন ট্রাস্ট, বাংলা সংস্কৃতি মঞ্চ উপাচার্যকে মেলার আয়োজন করার জন্য ডেপুটেশন জমা দিয়েছিল। সেইমতো এবার ফের মেলার আয়োজন করার ব্যাপারে আশাবাদী ছিলেন সকলেই। অবশেষে শুক্রবার মেলার আয়োজনের ব্যাপারে নিশ্চয়তা এসেছে। এদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিকের তত্ত্বাবধানে প্রায় ২ ঘণ্টা ধরে একটি কর্মসমিতির বৈঠক হয়৷ এই বৈঠক শেষে একটি প্রেস বিজ্ঞপ্তি দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে, ফের পূর্বপল্লীর মাঠেই হবে পৌষমেলা৷