ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে, তবে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর প্রভাবে মেঘাচ্ছন্ন হয়ে উঠল পশ্চিমবঙ্গের উপকূল। সোমবার সকাল থেকেই মেঘলা হয়ে ওঠে দক্ষিণবঙ্গের বিভিন্ন উপকূলবর্তী জেলা। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের ঘূর্ণিঝড়ের প্রভাব না পড়লেও বুধবার ও বৃহস্পতিবার কলকাতা-সহ বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি হতে পারে। ৫ তারিখও বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
এই ঘূর্ণিঝড়ের প্রভাবেই শীত থমকে গিয়েছে দক্ষিণবঙ্গে, ডিসেম্বর মাসেই শীতের উধাও হয়ে গিয়েছে। তাপমাত্রার নামার পরিবর্তে বাড়ছে, রাতেও অনুভূত হচ্ছে না ঠান্ডা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বাড়ছে রাতের তাপমাত্রা। সোমবার কলকাতায় তাপমাত্রার পারদ চড়ে ২১.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি।