নিউজ ডেস্ক: ক্রমেই শক্তিশালী বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণিঝড় মিগজাউম। বর্তমানে সাগরের উপর ঘুরপাক খেতে খেতে ঝড়টি এগিয়ে চলেছে অন্ধ্র উপকূলের দিকে। আর তার জেরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে চেন্নাইতে। উথালপাথাল সমুদ্র। ১৪৪ ধারা জারি করা হয়েছে পুদুচেরি উপকূলে।
উত্তর উপকূলীয় তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাত চলছে। চেন্নাই, চেঙ্গলপাট্টু, কাঞ্চিপুরম, নাগাপট্টিনাম, কুড্ডালোর, তিরুভাল্লুর জেলার বিভিন্ন অঞ্চল কার্যত জলের তলায়। ঝোড়া হাওয়ায় বিভিন্ন জায়গায় উপড়ে গিয়েছে গাছ। সকালে চেন্নাইয়ের ইস্ট কোস্টাল রোডের কানাথুর এলাকায় একটি নবনির্মিত বাড়ির পাঁচিল ধসে পড়েছে। এ ঘটনায় ২ জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।