রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে পুর নিয়োগ দুর্নীতি, একাধিক মামলায় তৎপর সিবিআই। এরই মধ্যে এবার নতুন একটি মামলায় রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালাল সিবিআই। সোমবার সকালে নিউ টাউন, সল্টলেক থেকে শুরু করে শহরের একাধিক জায়গায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মীদের বাড়িতে চলছে সিবিআই তল্লাশি, সূত্রের খবর এমনটাই। জানা গিয়েছে, দত্তাবাদের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্মী সুপ্রিয় মল্লিকের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই।
সূত্রের খবর, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে ৮০০ কোটি টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনার তদন্তে নেমে একাধিক নয়া তথ্য উঠে আসে। তদন্তে জানা যায়, বিভিন্ন অ্যাকাউন্টে গিয়েছে সেই টাকা। এরপরেই উঠে আসে কিছু ব্যাঙ্ককর্মীর নাম। আর এরই প্রেক্ষিতে সকাল থেকে চলছে তল্লাশি, এমনটাই জানা গিয়েছে।
বেশ কয়েক সপ্তাহ ধরে সিবিআই হানা দিচ্ছে রাজ্যের বেশ কিছু জায়গায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে পুরনিয়োগ দুর্নীতির তদন্ত চলছে জোর কদ্মে। সম্প্রতি তৃণমূল বিধায়ক তথা সঙ্গীতশিল্পী অদিতি মুন্সীর বাড়িতেও তল্লাশি চালিয়েছে সিবিআই।