নিউজ ডেস্ক: রাজধানী দিল্লিতে বাতাসের গুণগতমান এখনও খারাপই। সোমবার সকালেও দিল্লির
বাতাসের গুণগতমান ছিল খারাপের পর্যায়েই। কুয়াশা ও ধোঁয়াশার মধ্যেই ঘুম ভেঙেছে
দিল্লিবাসীর, সকাল ৯টা পর্যন্ত ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল
রাজধানী দিল্লির নানা প্রান্ত। রাজধানী দিল্লিতে এখনই বাতাসের গুণগতমানের উন্নতি
হবে না বলে মনে করা হচ্ছে।
দিল্লির কালিন্দী কুঞ্জ, আনন্দ বিহার প্রভৃতি এলাকা এদিন সকালে
ছিল মাত্রাতিরিক্ত দূষণের কবলে। দিল্লিতে দূষণ এখন এতটাই বেশি যে, বারুর বাইরে বেরোতে ‘ভয়‘ পাচ্ছেন
দিল্লিবাসী। এদিন সকালে এক প্রাতঃভ্রমণকারী বলেছেন, “বাইরে
বেরোনো এবং ভিতরে থাকাও কঠিন হয়ে পড়েছে, হার্টের সমস্যার
কারণে হাঁটা জরুরী। দূষণের কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বৃষ্টিপাত হলেও দূষণের কোনও পরিবর্তন হয়নি।”
ছিল মাত্রাতিরিক্ত দূষণের কবলে। দিল্লিতে দূষণ এখন এতটাই বেশি যে, বারুর বাইরে বেরোতে ‘ভয়‘ পাচ্ছেন
দিল্লিবাসী। এদিন সকালে এক প্রাতঃভ্রমণকারী বলেছেন, “বাইরে
বেরোনো এবং ভিতরে থাকাও কঠিন হয়ে পড়েছে, হার্টের সমস্যার
কারণে হাঁটা জরুরী। দূষণের কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বৃষ্টিপাত হলেও দূষণের কোনও পরিবর্তন হয়নি।”