নিউজ ডেস্ক: সংসদের শীতকালীন অধিবেশনে
যোগ দিলেন অর্থের বিনিময়ে প্রশ্ন ইস্যুতে বিদ্ধ তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র।
সোমবার হাসিমুখেই সংসদে আসেন মহুয়া। এদিনই তাঁর বিরুদ্ধে লোকসভায় রিপোর্ট জমা দিতে
পারে লোকসভার এথিক্স কমিটি। এ প্রসঙ্গে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেছেন,
“আগে রিপোর্ট পেশ করা হোক। রিপোর্টে কি উল্লেখ আছে আমি জানি না,
আমার যা বলার ছিল, আমি এথিক্স কমিটির সামনে
বলেছি, রিপোর্ট পেশ করার পরই আমি মন্তব্য করতে পারব। দুপুর
বারোটার পর রিপোর্ট পেশ করা হবে, রিপোর্ট কিভাবে ফাঁস হল আমি
জানি না, আমার মনে হয় অধীর রঞ্জন চৌধুরী ফাঁস করেছেন।”
যোগ দিলেন অর্থের বিনিময়ে প্রশ্ন ইস্যুতে বিদ্ধ তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র।
সোমবার হাসিমুখেই সংসদে আসেন মহুয়া। এদিনই তাঁর বিরুদ্ধে লোকসভায় রিপোর্ট জমা দিতে
পারে লোকসভার এথিক্স কমিটি। এ প্রসঙ্গে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেছেন,
“আগে রিপোর্ট পেশ করা হোক। রিপোর্টে কি উল্লেখ আছে আমি জানি না,
আমার যা বলার ছিল, আমি এথিক্স কমিটির সামনে
বলেছি, রিপোর্ট পেশ করার পরই আমি মন্তব্য করতে পারব। দুপুর
বারোটার পর রিপোর্ট পেশ করা হবে, রিপোর্ট কিভাবে ফাঁস হল আমি
জানি না, আমার মনে হয় অধীর রঞ্জন চৌধুরী ফাঁস করেছেন।”
এদিন ফের কংগ্রেস সাংসদ ও লোকসভার
দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে পাশে পেয়েছেন মহুয়া মৈত্র। সংসদ চত্বরে সাংবাদিকদের
মুখোমুখি হয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেছেন,
“এই ধরনের বহিষ্কার যেন না হয়, আমরা তার
বিরোধিতা করব। আমরা চিঠি দিয়েছি এবং বলে আসছি সংসদের বিষয়গুলি সংসদের মধ্যেই
মোকাবিলা করতে হবে।”
দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে পাশে পেয়েছেন মহুয়া মৈত্র। সংসদ চত্বরে সাংবাদিকদের
মুখোমুখি হয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেছেন,
“এই ধরনের বহিষ্কার যেন না হয়, আমরা তার
বিরোধিতা করব। আমরা চিঠি দিয়েছি এবং বলে আসছি সংসদের বিষয়গুলি সংসদের মধ্যেই
মোকাবিলা করতে হবে।”
অন্যদিকে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক
বন্দ্যোপাধ্যায় এদিন মহুয়া প্রসঙ্গে কলকাতা বিমানবন্দরে বলেন, “দল নিশ্চই মহুয়া
মৈত্রর পাশে আছে। তবে ওর লড়াই ওকেই লড়তে হবে। আমিও ইডি সিবিআইয়ের বিরুদ্ধে লড়ছি। উনিও
লড়বেন”।