নিউজ ডেস্ক: সংসদের শীতকালীন
অধিবেশনের প্রথম দিন, সোমবার লোকসভায় পেশ করা হয়েছে
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল, ২০২৩। এই বিলটি
তেলেঙ্গানায় সামাক্কা সারাক্কা কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয় নামে একটি
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আইন,
২০০৯ সংশোধন করতে চায়। সোমবার লোকসভায় বিলটি পেশ করেন কেন্দ্রীয়
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
এই বিলটি আইনে পরিণত হলে দেশের উপজাতীয়
শিল্প, সংস্কৃতি ও
রীতিনীতিতে নির্দেশনামূলক এবং গবেষণা সুবিধা প্রদানের মাধ্যমে উন্নত জ্ঞানের
প্রচার করবে। অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন, ২০১৪-র অধীনে
রাজ্যে একটি কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বাধ্যতামূলক।