নিউজ ডেস্ক: রবিবার প্রকাশ হয়েছে চার
রাজ্যের ভোটের ফল। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়ে বিপুল জয় এসেছে গেরুয়া শিবিরের।দক্ষিণের
মাত্র একটি রাজ্য তেলেঙ্গানায় ক্ষমতায় এসেছে কংগ্রেস। তবে বলা বাহুল্য মুখ পুড়েছে
ইন্ডি জোটের কাণ্ডারিদের।
এই অবস্থায় অন্য রাজ্যের
এই ফলাফলের প্রভাবে এরাজ্যের বিজেপি কর্মীরা আরও চাঙ্গা হয়ে উঠছেন বলে দাবি
বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। একই সঙ্গে বিরোধীদের ইন্ডিয়া জোটের
অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
এই ফলাফলের প্রভাবে এরাজ্যের বিজেপি কর্মীরা আরও চাঙ্গা হয়ে উঠছেন বলে দাবি
বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। একই সঙ্গে বিরোধীদের ইন্ডিয়া জোটের
অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
সোমবার থেকে শুরু হয় সংসদের শীতকালীন
অধিবেশন। এদিন ভোরে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে কলকাতা বিমানবন্দরে পৌঁছন
মেদিনীপুরের সংসদ। সেখানেই এই কথা বলেন দিলীপবাবু। কটাক্ষের সুরে বিজেপির
সর্ব ভারতীয় সহ সভাপতি বলেন, “জোট কি আদৌ আছে? ইন্ডিয়া কোথায়? পশ্চিমবঙ্গে আছে! সারা ভারতবর্ষে দু’বার তিনবার চা খেয়েছে ওরা। এরপর আর
কিছু হয়নি। পরস্পর পরস্পরকে গালাগাল দোষারোপ করতেই ব্যস্ত। এই যে পাঁচটা রাজ্যে
নির্বাচন হল ইন্ডিয়া জোট কোথায় রয়েছে? কংগ্রেস একটা
জায়গায় টিমটিম করে জ্বলছে। বাকি সব জায়গায় সাফ।”
অধিবেশন। এদিন ভোরে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে কলকাতা বিমানবন্দরে পৌঁছন
মেদিনীপুরের সংসদ। সেখানেই এই কথা বলেন দিলীপবাবু। কটাক্ষের সুরে বিজেপির
সর্ব ভারতীয় সহ সভাপতি বলেন, “জোট কি আদৌ আছে? ইন্ডিয়া কোথায়? পশ্চিমবঙ্গে আছে! সারা ভারতবর্ষে দু’বার তিনবার চা খেয়েছে ওরা। এরপর আর
কিছু হয়নি। পরস্পর পরস্পরকে গালাগাল দোষারোপ করতেই ব্যস্ত। এই যে পাঁচটা রাজ্যে
নির্বাচন হল ইন্ডিয়া জোট কোথায় রয়েছে? কংগ্রেস একটা
জায়গায় টিমটিম করে জ্বলছে। বাকি সব জায়গায় সাফ।”