নিউজ ডেস্ক: আম আদমি পার্টি (এএপি)-র রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডার সাসপেনশন প্রত্যাহার করে নিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। প্রায় ১১৫ দিন পর, সোমবার সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনই রাঘব চাড্ডার সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রাজ্যসভা থেকে সাসপেনশন প্রত্যাহার হওয়ায় সুপ্রিম কোর্ট ও রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে ধন্যবাদ জানিয়েছেন রাঘব চাড্ডা।
বিজেপি সাংসদ জি ভি এল নরসিমহা রাও-এর প্রস্তাবের পর সাংসদ রাঘব চাড্ডার সাসপেনশন প্রত্যাহার করে নিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। সাসপেনশন প্রত্যাহার হওয়ার পর রাঘব চাড্ডা এক ভিডিও বার্তায় বলেছেন, “১১ আগস্ট আমাকে রাজ্যসভা থেকে বরখাস্ত করা হয়েছিল। আমি আমার সাসপেনশন প্রত্যাহারের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। সুপ্রিম কোর্ট এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছিল এবং এখন ১১৫ দিন পর আমার সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে, সাসপেনশন প্রত্যাহার হওয়ায় আমি খুশি। সুপ্রিম কোর্ট এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে আমি ধন্যবাদ জানাতে চাই।