নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরের আটটি
স্থানে সন্ত্রাসবাদী ফান্ডিং মামলার তদন্তের স্বার্থে জাতীয়
তদন্তকারী সংস্থা (এনআইএ ) মঙ্গলবার অভিযান চালায়। সূত্রের খবর অনুযায়ী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং কেন্দ্রীয়
সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) এর সঙ্গে এনআইএ মঙ্গলবার কাশ্মীরের সাতটি স্থানে
এবং জম্মুর একটি স্থানে অভিযান চালিয়েছে। এই অভিযান সন্ত্রাসবাদীদের অর্থ সরবরাহের
(সন্ত্রাস অর্থায়ন) বিষয়ের সঙ্গে সম্পর্কিত। এনআইএ-র দল শোপিয়ান এবং বারামুল্লা
এবং অন্যান্য এলাকায় অভিযান চালাচ্ছে। মামলার সন্দেহভাজনদের বাসস্থান ও অন্যান্য
জায়গায় তল্লাশি করা হচ্ছে।
স্থানে সন্ত্রাসবাদী ফান্ডিং মামলার তদন্তের স্বার্থে জাতীয়
তদন্তকারী সংস্থা (এনআইএ ) মঙ্গলবার অভিযান চালায়। সূত্রের খবর অনুযায়ী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং কেন্দ্রীয়
সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) এর সঙ্গে এনআইএ মঙ্গলবার কাশ্মীরের সাতটি স্থানে
এবং জম্মুর একটি স্থানে অভিযান চালিয়েছে। এই অভিযান সন্ত্রাসবাদীদের অর্থ সরবরাহের
(সন্ত্রাস অর্থায়ন) বিষয়ের সঙ্গে সম্পর্কিত। এনআইএ-র দল শোপিয়ান এবং বারামুল্লা
এবং অন্যান্য এলাকায় অভিযান চালাচ্ছে। মামলার সন্দেহভাজনদের বাসস্থান ও অন্যান্য
জায়গায় তল্লাশি করা হচ্ছে।
পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবাদের মামলায় কেন্দ্রীয়
সংস্থা এই অভিযান পরিচালনা করছে। জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার ২২ বছর বয়সী
জাকির হুসেনকে ২৭ নভেম্বর এনআইএ জম্মু শাখার দল গ্রেফতার করেছিল। এরপরে সংস্থাটি
২৯ নভেম্বর সেই তথ্য জানায়। গত বছরের ৩০ জুলাই এনআইএ-র মাধ্যমে নথিভুক্ত একটি
মামলায় গ্রেফতার হওয়া আট অভিযুক্তের মধ্যে জাকির ছিলেন অষ্টম অভিযুক্ত।
সংস্থা এই অভিযান পরিচালনা করছে। জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার ২২ বছর বয়সী
জাকির হুসেনকে ২৭ নভেম্বর এনআইএ জম্মু শাখার দল গ্রেফতার করেছিল। এরপরে সংস্থাটি
২৯ নভেম্বর সেই তথ্য জানায়। গত বছরের ৩০ জুলাই এনআইএ-র মাধ্যমে নথিভুক্ত একটি
মামলায় গ্রেফতার হওয়া আট অভিযুক্তের মধ্যে জাকির ছিলেন অষ্টম অভিযুক্ত।
উল্লেখ্য, এরআগে গ্রেফতার হওয়া সাত অভিযুক্তের মধ্যে একজনের বিচার বিভাগীয় হেফাজতে
থাকাকালীন হৃদরোগে আক্রান্ত মৃত্যু হয়েছিল। এনআইএ কাশ্মীর উপত্যকা এবং ভারত জুড়ে
সন্ত্রাসবাদী কার্যকলাপের বৃহত্তর ষডযন্ত্রের সঙ্গে লিপ্তদের ধরপাকড় করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।
থাকাকালীন হৃদরোগে আক্রান্ত মৃত্যু হয়েছিল। এনআইএ কাশ্মীর উপত্যকা এবং ভারত জুড়ে
সন্ত্রাসবাদী কার্যকলাপের বৃহত্তর ষডযন্ত্রের সঙ্গে লিপ্তদের ধরপাকড় করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।