নিউজ ডেস্ক : সংসদের নিম্নকক্ষ লোকসভায় মঙ্গলবার জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধন) বিল, ২০২৩ এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধনী) বিল, ২০২৩ নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, “কীভাবে একটি দেশে দুই প্রধানমন্ত্রী, দু’টি সংবিধান এবং দু’টি পতাকা থাকতে পারে? যারা এটা করেছে, তারা অন্যায় করেছে। তা সংশোধন করেছেন প্রধানমন্ত্রী মোদী। আমরা ১৯৫০ সাল থেকে বলে আসছি, দেশে ‘এক প্রধান, এক নিশান, এক বিধান’ (এক প্রধানমন্ত্রী, একটি পতাকা এবং একটি সংবিধান) হওয়া উচিত এবং আমরা তা করেছি।”
জম্মু ও কাশ্মীর বিল নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ের মন্তেব্যের প্রেক্ষিতে এই বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “এর আগেও কাশ্মীরে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। এখন এমন কোনও ঘটনা নেই। এখন শুধু লাল চকে নয়, কাশ্মীরের প্রতিটি অলিতে গলিতে উত্তোলন করা হয়েছে ভারতীয় পতাকা।”