নিউজ ডেস্ক: গত সোমবারই যুবভারতী
ক্রীড়াঙ্গনে এএফসি কাপ ২০২৩-২৪ গ্রুপ ডির শেষ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টকে
৫-২ গোলে হারিয়েছে ওডিশা এফসি। এই জয়ের ফলে ওডিশা এফসি এএফসি কাপের গ্রুপ ডি-র
পয়েন্ট টেবিলে মোহনবাগানকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এবং মোহনবাগানের এফসি
অভিযান শেষ করে দিয়েছে ওড়িশা এফসি।
ক্রীড়াঙ্গনে এএফসি কাপ ২০২৩-২৪ গ্রুপ ডির শেষ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টকে
৫-২ গোলে হারিয়েছে ওডিশা এফসি। এই জয়ের ফলে ওডিশা এফসি এএফসি কাপের গ্রুপ ডি-র
পয়েন্ট টেবিলে মোহনবাগানকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এবং মোহনবাগানের এফসি
অভিযান শেষ করে দিয়েছে ওড়িশা এফসি।
এবার মোহনবাগানের সামনে প্রতিশোধ
নেওয়ার ম্যাচ। মোহনবাগানের সেই সুযোগ এসেছে। তবে সেটা আইএসএলে আর সেই ঘরের মাঠ
যুবভারতী ক্রীড়াঙ্গনে। আজ এই সুযোগ হাতছাড়া করতে চাইবে না কোনও ফুটবল ভক্তই। তাই
ভক্তদের আজ মাঠ ভরাবার পালা,সমর্থন দেওয়ার পালা। তাইতো, মাঠে দর্শক টানতে গতকাল
এই ম্যাচের অনলাইন এবং অফলাইন টিকিটের বিক্রি ঘোষণা করেছিল মোহনবাগানের সোশ্যাল
মিডিয়া অ্যাকাউন্ট। সেই অনুযায়ী, গতকাল সল্টলেক বক্স অফিস
এবং মোহন বাগান বক্স অফিসে টিকিট বিক্রি
হয়েছে।
নেওয়ার ম্যাচ। মোহনবাগানের সেই সুযোগ এসেছে। তবে সেটা আইএসএলে আর সেই ঘরের মাঠ
যুবভারতী ক্রীড়াঙ্গনে। আজ এই সুযোগ হাতছাড়া করতে চাইবে না কোনও ফুটবল ভক্তই। তাই
ভক্তদের আজ মাঠ ভরাবার পালা,সমর্থন দেওয়ার পালা। তাইতো, মাঠে দর্শক টানতে গতকাল
এই ম্যাচের অনলাইন এবং অফলাইন টিকিটের বিক্রি ঘোষণা করেছিল মোহনবাগানের সোশ্যাল
মিডিয়া অ্যাকাউন্ট। সেই অনুযায়ী, গতকাল সল্টলেক বক্স অফিস
এবং মোহন বাগান বক্স অফিসে টিকিট বিক্রি
হয়েছে।