নিউজ ডেস্ক: আকাশপথে চেন্নাই-সহ তামিলনাড়ুর বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ঘূর্ণিঝড়ের প্রভাবে চেন্নাই-সহ তামিলনাড়ুর নানা প্রান্তে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা বৃহস্পতিবার নিজ চোখে দেখেন রাজনাথ সিং। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে রাজনাথ সিং জানান, এই দুঃসময়ে কেন্দ্র পাশে আছে তামিলনাড়ু সরকারের।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন চেন্নাইয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা করেন এবং সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন। রাজনাথ সিং এদিন পর্যালোচনা বৈঠকে বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুতে প্রাণহানির ঘটনায় ব্যথিত। তিনি ব্যক্তিগতভাবে বর্তমান সঙ্কটের তদারকি করছেন এবং মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে কথা বলেছেন। আমাকেও প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ব্যক্তিগতভাবে এখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। সেনা, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্ট গার্ড, মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, এনডিআরএফ, সমস্ত কেন্দ্রীয় সংস্থা বর্তমান সঙ্কট প্রশমিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।”