নিউজ ডেস্ক: ‘উত্তরবঙ্গে
মমতা স্টেট স্পনসর্ড ওয়েডিংয়ে গিয়েছেন। পারিবারিক বিয়েতে নীলবাতির গাড়ি চলছে।‘
বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই কটাক্ষ করেন। তাঁর আরও অভিযোগ, স্রেফ নিজের হাঁটাচলা ও ব্যাডমিন্টন খেলার জন্য বিপুল পরিমাণ অর্থব্যয় করে
উত্তরবঙ্গে ‘গেস্ট হাউস‘ বানিয়েছেন
মমতা। সেখানে কোনও মন্ত্রী বা বিধায়কের ঠাঁই হয় না।
মমতা স্টেট স্পনসর্ড ওয়েডিংয়ে গিয়েছেন। পারিবারিক বিয়েতে নীলবাতির গাড়ি চলছে।‘
বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই কটাক্ষ করেন। তাঁর আরও অভিযোগ, স্রেফ নিজের হাঁটাচলা ও ব্যাডমিন্টন খেলার জন্য বিপুল পরিমাণ অর্থব্যয় করে
উত্তরবঙ্গে ‘গেস্ট হাউস‘ বানিয়েছেন
মমতা। সেখানে কোনও মন্ত্রী বা বিধায়কের ঠাঁই হয় না।
বিরোধী দলনেতার কথায়, ‘পাহাড়ে শুধু বেড়াতে যান
মুখ্যমন্ত্রী। পাহাড়ে ১৫টি গেস্টহাউস তৈরি করেছেন মমতা। চাবি থাকে ওঁর কাছে।‘
রাজ্যবাসীর কাছে এর পরই শুভেন্দুর প্রশ্ন, ‘এ
কাকে ভোটে জিতিয়েছেন?’ সঙ্গে কটাক্ষ, ‘মুখ্যমন্ত্রীর
ঘোষণা করা চা সুন্দরী, ভুয়ো সুন্দরী হয়ে গিয়েছে।‘
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর উত্তরবঙ্গ সফরের সূচি
জানিয়েছিলেন। বলেন, ‘৯ তারিখে হাসিমারা হয়ে আলিপুরদুয়ার যাব।
১০ তারিখ আলিপুরদুয়ারে মিটিং আছে। ১১ তারিখে চলে যাব বানারহাটে। ১১ তারিখে
উত্তরকন্যায় ফিরে আসব। ১২ তারিখে শিলিগুড়িতে প্রোগ্রাম করে ফিরে আসব। চারটে জেলা
কাভার করে ফিরে আসব।‘ সেই প্রসঙ্গ তুলে রাজ্যের বিরোধী
দলনেতা এই কটাক্ষ করেন।
মুখ্যমন্ত্রী। পাহাড়ে ১৫টি গেস্টহাউস তৈরি করেছেন মমতা। চাবি থাকে ওঁর কাছে।‘
রাজ্যবাসীর কাছে এর পরই শুভেন্দুর প্রশ্ন, ‘এ
কাকে ভোটে জিতিয়েছেন?’ সঙ্গে কটাক্ষ, ‘মুখ্যমন্ত্রীর
ঘোষণা করা চা সুন্দরী, ভুয়ো সুন্দরী হয়ে গিয়েছে।‘
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর উত্তরবঙ্গ সফরের সূচি
জানিয়েছিলেন। বলেন, ‘৯ তারিখে হাসিমারা হয়ে আলিপুরদুয়ার যাব।
১০ তারিখ আলিপুরদুয়ারে মিটিং আছে। ১১ তারিখে চলে যাব বানারহাটে। ১১ তারিখে
উত্তরকন্যায় ফিরে আসব। ১২ তারিখে শিলিগুড়িতে প্রোগ্রাম করে ফিরে আসব। চারটে জেলা
কাভার করে ফিরে আসব।‘ সেই প্রসঙ্গ তুলে রাজ্যের বিরোধী
দলনেতা এই কটাক্ষ করেন।
লক্ষণীয় বিষয় হল, ১২ ডিসেম্বর, অর্থাৎ
যে দিন শিলিগুড়িতে অনুষ্ঠান করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী, সে দিনই শিলিগুড়িতে বেলা ১২টায় চা শ্রমিক, শিক্ষকদের
নিয়ে কনভেনশন করার কথা ঘোষণা করলেন বিরোধী দলনেতা। সঙ্গে বললেন, ‘রাজস্থান, ছত্তীসগঢ়ের মতো অবস্থা হবে বাংলার
সরকারের।‘ শিলিগুড়িতে একই দিনে মমতা-শুভেন্দুর অনুষ্ঠানের
ঘোষণার পর স্বাভাবিক ভাবেই শীতের উত্তরবঙ্গেও উত্তেজনার পারদ চড়েছে।
যে দিন শিলিগুড়িতে অনুষ্ঠান করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী, সে দিনই শিলিগুড়িতে বেলা ১২টায় চা শ্রমিক, শিক্ষকদের
নিয়ে কনভেনশন করার কথা ঘোষণা করলেন বিরোধী দলনেতা। সঙ্গে বললেন, ‘রাজস্থান, ছত্তীসগঢ়ের মতো অবস্থা হবে বাংলার
সরকারের।‘ শিলিগুড়িতে একই দিনে মমতা-শুভেন্দুর অনুষ্ঠানের
ঘোষণার পর স্বাভাবিক ভাবেই শীতের উত্তরবঙ্গেও উত্তেজনার পারদ চড়েছে।