নিউজ ডেস্ক: ‘মমতা-সরকারের
অদূরদর্শিতার জন্য বাংলার কৃষকদের ক্ষতি হয়েছে‘। হালের
অতিবর্ষণ ও তার জেরে শস্যের ক্ষতির অভিযোগ তুলে বৃহস্পতিবার তৃণমূল প্রশাসনকে
তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, ‘প্রাকৃতিক বিপর্যয়ের জন্য কোনও রাজনৈতিক দল বা সরকারকে দায়ী করি না।
কিন্তু আগে থেকে ফসল তুলে নিতে বলে প্রচার করা উচিত ছিল। আগে এমন হয়েছেও। এবার
সেটা হল না।‘
অদূরদর্শিতার জন্য বাংলার কৃষকদের ক্ষতি হয়েছে‘। হালের
অতিবর্ষণ ও তার জেরে শস্যের ক্ষতির অভিযোগ তুলে বৃহস্পতিবার তৃণমূল প্রশাসনকে
তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, ‘প্রাকৃতিক বিপর্যয়ের জন্য কোনও রাজনৈতিক দল বা সরকারকে দায়ী করি না।
কিন্তু আগে থেকে ফসল তুলে নিতে বলে প্রচার করা উচিত ছিল। আগে এমন হয়েছেও। এবার
সেটা হল না।‘
পশ্চিমবঙ্গের কৃষক ও কৃষিজীবীদের সমস্যা
নিয়ে তৃণমূল সরকারের ‘অদূরদর্শিতা‘
সংক্রান্ত আরও একাধিক অভিযোগ শোনা যায় নন্দীগ্রামের বিজেপি বিধায়কের
মুখে। তাঁর দাবি, ‘ইউরিয়া সারের বস্তায় কেন্দ্র ভর্তুকি
দিয়েছে। তবে সেই সুবিধা বাংলার কৃষকরা পাচ্ছেন না।‘ গোঘাটের
ঘটনা নিয়েও অত্যন্ত চড়া সুরে সতর্কবার্তা দিতে শোনা যায় শুভেন্দুবাবুকে। বলেন,
‘গোঘাটে যাচ্ছি। যে ওসি চাষিদের গালাগালি দিয়েছেন, তাঁকে দিয়ে ক্ষমা চাওয়াব।‘ পুলিশ প্রশাসনেক সংযত হতে
হুঁশিয়ারি দিতেও শোনা যায় বিরোধী দলনেতাকে। একই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রীর
উত্তরবঙ্গ-সফর নিয়েও সরব হতে শোনা যায় শুভেন্দুবাবুকে।
নিয়ে তৃণমূল সরকারের ‘অদূরদর্শিতা‘
সংক্রান্ত আরও একাধিক অভিযোগ শোনা যায় নন্দীগ্রামের বিজেপি বিধায়কের
মুখে। তাঁর দাবি, ‘ইউরিয়া সারের বস্তায় কেন্দ্র ভর্তুকি
দিয়েছে। তবে সেই সুবিধা বাংলার কৃষকরা পাচ্ছেন না।‘ গোঘাটের
ঘটনা নিয়েও অত্যন্ত চড়া সুরে সতর্কবার্তা দিতে শোনা যায় শুভেন্দুবাবুকে। বলেন,
‘গোঘাটে যাচ্ছি। যে ওসি চাষিদের গালাগালি দিয়েছেন, তাঁকে দিয়ে ক্ষমা চাওয়াব।‘ পুলিশ প্রশাসনেক সংযত হতে
হুঁশিয়ারি দিতেও শোনা যায় বিরোধী দলনেতাকে। একই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রীর
উত্তরবঙ্গ-সফর নিয়েও সরব হতে শোনা যায় শুভেন্দুবাবুকে।