নিউজ ডেস্ক: ক্রমেই বেড়ে চলেছে ওডিশা
এবং ঝাড়খণ্ডে আয়কর হানায় উদ্ধার হওয়া টাকার পরিমাণ। আরও উঁচু হচ্ছে টাকার পাহাড়!
উদ্ধার হওয়া ওই কোটি কোটি টাকার সঙ্গে নাম জড়িয়েছে কংগ্রেস নেতা তথা রাজ্যসভার
সাংসদ ধীরজ সাহুর। এই টাকা উদ্ধারের ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানালেন
বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল
গান্ধীকেও। নাড্ডার কথায়, কংগ্রেস ও দুর্নীতি একই মুদ্রার
দুই পিঠ।
এবং ঝাড়খণ্ডে আয়কর হানায় উদ্ধার হওয়া টাকার পরিমাণ। আরও উঁচু হচ্ছে টাকার পাহাড়!
উদ্ধার হওয়া ওই কোটি কোটি টাকার সঙ্গে নাম জড়িয়েছে কংগ্রেস নেতা তথা রাজ্যসভার
সাংসদ ধীরজ সাহুর। এই টাকা উদ্ধারের ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানালেন
বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল
গান্ধীকেও। নাড্ডার কথায়, কংগ্রেস ও দুর্নীতি একই মুদ্রার
দুই পিঠ।
কংগ্রেস নেতা
তথা রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর ঠিকানা থেকে টাকা উদ্ধারের ঘটনায় সোমবার সংসদ
চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি সাংসদরা। বিজেপি সাংসদদের বিক্ষোভ-প্রতিবাদে
নেতৃত্ব দেন দলের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ জে পি নাড্ডা। নাড্ডা এদিন বলেছেন, “কংগ্রেস ও দুর্নীতি একই
মুদ্রার দুই পিঠ। রাহুল গান্ধী বলুন, ধীরজ সাহুর বাড়ি থেকে
উদ্ধার হওয়া এই কালো টাকা কার? জবাব দিতে হবে সোনিয়া
গান্ধী ও রাহুল গান্ধীকে।”
তথা রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর ঠিকানা থেকে টাকা উদ্ধারের ঘটনায় সোমবার সংসদ
চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি সাংসদরা। বিজেপি সাংসদদের বিক্ষোভ-প্রতিবাদে
নেতৃত্ব দেন দলের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ জে পি নাড্ডা। নাড্ডা এদিন বলেছেন, “কংগ্রেস ও দুর্নীতি একই
মুদ্রার দুই পিঠ। রাহুল গান্ধী বলুন, ধীরজ সাহুর বাড়ি থেকে
উদ্ধার হওয়া এই কালো টাকা কার? জবাব দিতে হবে সোনিয়া
গান্ধী ও রাহুল গান্ধীকে।”
ওডিশা এবং ঝাড়খণ্ডে গত বুধবার থেকে
আয়কর হানা শুরু হয়েছে। ওডিশার একটি বড় মদ কারখানা থেকে প্রথমে প্রায় ৩০০ কোটি
টাকা উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা। সেই অর্থের উৎস সন্ধান করার সময়
তদন্তকারীদের হাতে ধীরজের নাম উঠে আসে। তার পরই তাঁর বাড়িতে তল্লাশিতে যান আয়কর
দফতরের আধিকারিকরা। শনিবার রাঁচিতে তার বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় আয়কর
দফতর। কংগ্রেস সাংসদের বাড়ি থেকে তিন ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয়েছে।
আয়কর হানা শুরু হয়েছে। ওডিশার একটি বড় মদ কারখানা থেকে প্রথমে প্রায় ৩০০ কোটি
টাকা উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা। সেই অর্থের উৎস সন্ধান করার সময়
তদন্তকারীদের হাতে ধীরজের নাম উঠে আসে। তার পরই তাঁর বাড়িতে তল্লাশিতে যান আয়কর
দফতরের আধিকারিকরা। শনিবার রাঁচিতে তার বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় আয়কর
দফতর। কংগ্রেস সাংসদের বাড়ি থেকে তিন ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয়েছে।