নিউজ ডেস্ক : প্রবল তুষারপাতে বিধ্বস্ত গোটা সিকিম। এদিকে ঘুরতে গিয়ে পূর্ব সিকিমে আটকে পড়েছেন প্রায় কয়েক হাজার পর্যটক। সেই দুর্গম এলাকা থেকে পর্যটকদের উদ্ধার করতে এগিয়ে গেলেন ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালিয়ে ৮০০ জনকে উদ্ধার করেছে সেনা। উদ্ধার হওয়া পর্যটকদের সেনা ব্যারাকেই এনে রাখা হয়েছে। সেখানেই তাঁদের প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি তাঁদের শীতবস্ত্র, গরম খাবারও দেওয়া হয়েছে। সূত্রের খবর, বহু পর্যটককে উদ্ধার করা হলেও এখনও পূর্ব সিকিমের কিছু অংশে প্রায় ৩০০ পর্যটক আটকে রয়েছে। তাঁদেরও যত দ্রুত সম্ভব উদ্ধারের চেষ্টা চলছে। এদিকে সিকিমে এখনও তুষারপাত হচ্ছে। প্রতিকূল আবহাওয়া রয়েছে সেখানে। সেই কঠিন পরিস্থিতির মধ্যেই উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে ভারতীয় জওয়ানরা।