নিউজ ডেস্ক: অসদাচরণের জন্য তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন-কে রাজ্যসভা অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে। “অনভিপ্রেত অসদাচরণের” জন্য ডেরেক ও’ব্রায়েন-কে রাজ্যসভা অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করার প্রস্তাব গৃহীত হয় বৃস্পতিবার। এরপর ডেরেক-কে রাজ্যসভা থেকে শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় এদিন ডেরেকের উদ্দেশ্যে বলেন, “অবিলম্বে সদন থেকে বেরিয়ে যান।”
বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বলেছেন, ডেরেক ও’ব্রায়েন সদনের ওয়েলে নেমেছিলেন, স্লোগান দিয়েছিলেন এবং বিরোধীরা গতকালের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার প্রসঙ্গ উত্থাপন করায় সদনের কার্যক্রম ব্যাহত করেছিলেন। ডেরেক-কে সাসপেন্ড করার প্রস্তাব গৃহীত হওয়ার পরই হইহট্টগোল শুরু হয়ে যায় রাজ্যসভায়। এরপর রাজ্যসভার অধিবেশন দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।রাজ্যসভার অধিবেশন মুলতুবি হওয়ার প্রাক্কালে গতকালের নিরাপত্তা লঙ্ঘন প্রসঙ্গে কথা বলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। তিনি বলেন, ওই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত চলছে এবং একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
এদিকে, ডেরেক-কে সাসপেন্ড করার প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের সাংসদ দোলা সেন এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, “আজ ডেরেক ও’ব্রায়েনকে সাসপেন্ড করা হয়েছে। ওয়েলে নেমে জনগণের সমস্যা তুলে ধরা আমাদের অধিকার। ডেরেক ও’ব্রায়েন কোনও ভুল করেননি। নিরাপত্তা লঙ্ঘনের ইস্যুতে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ট্রেজারি নীরব, তাই বিরোধী দল হিসেবে আমরা এই ইস্যু তুলেছি, স্লোগান দিয়েছি।”