নিউজ ডেস্ক: হায়দরাবাদের গগনপাহাড়ে করাচি বেকারিতে সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়েছেন ১৫ জন শ্রমিক। বৃহস্পতিবার বেকারি রান্নাঘরে বিস্ফোরণ হয়। পুলিশ জানিয়েছে, হায়দরাবাদ শহরের উপকন্ঠে রাজেন্দ্রননগর থানার অন্তর্গত গগনপাহাড় এলাকায় অবস্থিত বেকারি কিচেনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে ১৫ জন শ্রমিক আহত হয়েছেন। এই বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি। মুখ্যমন্ত্রী দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, করাচি বেকারি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। কর্মকর্তারা মুখ্যমন্ত্রীকে বলেছেন, আহতদের বেশিরভাগই উত্তর প্রদেশের শ্রমিক। দুর্ঘটনায় আহত ১৫ জন শ্রমিককে অবিলম্বে ভালো চিকিৎসা প্রদানের জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।