নিউজ ডেস্ক: সংসদে নিরাপত্তায় গাফিলতিতে ইস্যুতে বিরোধীদের তুমুল হইহট্টগোলের কারণে শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে মোট ১৫ জন সাংসদকে, এই ১৫ জনের মধ্যে ১৪ জন লোকসভা থেকে ও একজন রাজ্যসভা থেকে সাসপেন্ড হয়েছেন। গতকালের নিরাপত্তা গাফিলতি ইস্যুতে বৃহস্পতিবার সংসদের অধিবেশন শুরু হওয়ার পর থেকেই সংসদের উভয়কক্ষে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী দলের সাংসদরা। আর তাই লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ১৫ জন সাংসদকে শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে। এদিকে, রাজ্যসভা থেকে সাসপেন্ড হওয়া সত্ত্বেও, সদনে বসে থাকায় তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে ভর্ৎসর্না করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। প্রসঙ্গত, সাসপেন্ড হওয়া ১৫ জনের মধ্যে রয়েছেন ডিএমকে সাংসদ কানিমোঝিও।