নিউজ ডেস্ক: একটি সমাবেশে কলকাতার মেয়রের বিতর্কিত মন্তব্যের জেরে নয়া রাজনৈতিক জোটের শরিক কংগ্রেস এবং সোনিয়া গান্ধীর কাছে ব্যাখ্যা চাইলেন বিজেপি-র রাজ্য সহ-পর্যবেক্ষক অমিত মালব্য। মঙ্গলবার অমিতবাবু সংশ্লিষ্ট ভিডিও যুক্ত করে এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “ডিএমকে-র পর, একটি ইণ্ডি জোটের সদস্য, সনাতন ধর্মকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিচ্ছে। সিনিয়র টিএমসি নেতা, অতীতে কিছু বিশিষ্ট ব্যক্তি যে আসন অলঙ্কৃত করেছেন, সেই কলকাতার মেয়র এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন ঘনিষ্ঠ আস্থাভাজন ফিরহাদ হাকিম দাবি করেছেন যে শীঘ্রই পশ্চিমবঙ্গের ৫০ শতাংশ মানুষ উর্দুতে কথা বলবে। একটি অবিকৃত ভিডিওতে সেটা প্রকাশ্যে এসেছে। বাংলার গর্বের কি হলো? কেউ কি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করবে? তিনি কি এই বিশ্বদর্শন সমর্থন করেন? এটাই কি টিএমসির কর্মসূচি? এটাও কি আইএনডিআই জোটের কর্মসূচি? কংগ্রেস ও সোনিয়া গান্ধীকে বিষয়টা স্পষ্ট করতে হবে।”