নিউজ ডেস্ক: সাংসদ পদ খোয়ানোর পর দিল্লির বাংলো ছেড়ে দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল মহুয়া মৈত্রকে। সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই তৃণমূল নেত্রী। কিন্তু, আদালত এখনই এই মামলার শুনানিতে রাজি নয়। দিল্লি হাইকোর্ট মঙ্গলবার জানিয়েছে, এই মুহূর্তে মহুয়ার দায়ের করা মামলার শুনানি সম্ভব নয়। সুপ্রিম কোর্টে তাঁর বহিষ্কার মামলার শুনানি না হওয়া পর্যন্ত এই মামলাটির শুনানি পিছিয়ে দিল দিল্লি হাইকোর্ট। জানা গিয়েছে, আগামী ৪ জানুয়ারি দিল্লি হাইকোর্ট মহুয়া মৈত্রর আবেদনের শুনানি করবে। প্রসঙ্গত, লোকসভার হাউজিং কমিটি মহুয়া মৈত্রকে সরকারি বাংলো খালি করার নোটিশ জারি করেছে। সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেন মহুয়া মৈত্র। তাঁর আইনজীবীর আবেদন, আগমী ৩১ মে পর্যন্ত মহুয়াকে থাকতে দেওয়া হোক দিল্লির সরকারি বাংলোতে। এই মর্মে শুনানি হবে ৪ জানুয়ারি। মঙ্গলবার এমনটাই নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।