নিউজ ডেস্ক: অবাক করা ঘটনা শিলিগুড়ি শহরে। ভালো
ছেলের কালো কারবার শুনে অবাক এলাকাবাসী। আমাইক ব্যবহার, শিক্ষিত
যুবক। সেই ছেলের কর্মকান্ডে হতবাক এলাকাবাসীরা। কসমেটিক এর ব্যাবসার
আড়ালে নেশার ওষুধের কারবার। পর্দা ফাঁস করল পুলিশ। পুলিশ সূত্রে খবর শিলিগুড়ির হায়দার
পাড়ার বাসিন্দা শান্তনু মজুমদার পেশায় কসমেটিক ব্যবসায়ী।
তাঁর বাড়িতে হানা দিয়ে প্রায় ৬০ লক্ষ টাকার নেশার ওষুধ উদ্ধার করে ভক্তিনগর থানার পুলিশ। সূত্রে জানা
গেছে, হায়দার পাড়া নিবাসী দীর্ঘ দিন ধরে কসমেটিক সামগ্রীর
ব্যবসা করতেন এবং নিজের বাড়ির নিচেই একটি গোডাউনে ফেন্সিডিল ও অন্যান্য মাদকের
ব্যবসা চালাচ্ছিলেন বলে অভিযোগ।প্রায় ৩ ঘন্টা ধরে তল্লাশি করে
কয়েকশো কার্টুন কাফ সিরাপ ও অবৈধ নেশাজাত দ্রব্য উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া
ওই নেশাজাত দ্রব্যের বাজারমূল্য প্রায় ৬০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। পুলিশের
অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের দৃশ্য দেখে হক চকিয়ে যান স্থানীয়
বাসিন্দারা। পাড়ার মধ্যে ভালো মানুষ বলেই পরিচিত তিনি। জানা গিয়েছে, কুড়ি পঁচিশ বছর আগে ওষুধের ব্যবসা করতেন তিনি। বিধান রোডের কাছে তাদের ওষুধের দোকান ছিল। কিন্তু বর্তমানে তিনি কসমেটিকের ব্যবসা করেন। শিক্ষিত এই
যুবকের এমন ঘটনায় হতবাক সকলেই।