নিউজ ডেস্ক: প্রতীক্ষার আর মাত্র কিছু
দিন, আগামী ২২ জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যায় শ্রীরাম
মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। তারপরের দিনই, ২৩ জানুয়ারি থেকেই
জনসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যাবে রাম মন্দির। সোমবার এমনটাই জানিয়েছেন শ্রী রাম
জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই। তিনি বলেছেন, ‘প্রাণ প্রতিষ্ঠা‘ দুপুর ১টার মধ্যে শেষ হবে বলে আশা
করা হচ্ছে। অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী-সহ অনুষ্ঠানে উপস্থিত অন্যরা নিজেদের
ভাবনা ব্যক্ত করবেন। প্রথা অনুযায়ী, নেপালের জনকপুর ও
মিথিলার এলাকা থেকে ১০০০ ঝুড়িতে উপহার এসেছে। ২০ এবং ২১ জানুয়ারি দর্শন
সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ
সম্পাদক চম্পত রাই আরও বলেছেন,
“রাম মন্দিরের ‘গর্ভগৃহ‘-র অভ্যন্তরে প্রধানমন্ত্রী মোদী, আরএসএস প্রধান,
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী, নৃত্য গোপালজি
মহারাজ, উত্তর প্রদেশের রাজ্যপাল এবং সমস্ত মন্দিরের
ট্রাস্টিরা উপস্থিত থাকবেন। ১৫০ জনেরও বেশি সাধু, বিভিন্ন
ক্ষেত্রের বিশেষজ্ঞ এবং পদ্ম পুরস্কারপ্রাপ্তদেরও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো
হয়েছে।”