নিউজ ডেস্ক: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শিখ বিচ্ছিন্নতা সংঠনের নেতা গুরপতবন্ত সিং পান্নুর বিরুদ্ধে। একটি অডিও বার্তায় হুমকিমূলক রেকর্ডিং পাঠিয়েছে পান্নু।
জঙ্গি কার্যকলাপে অভিযুক্ত নেতা তাঁর সাম্প্রতিক হুমকি বার্তায় বার্তায় শোনা যাচ্ছে, “অযোধ্যায় জঙ্গি কার্যকলাপের অভিযগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। ২২ জানুয়ারি অযোধ্যায় অনুষ্ঠিত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আপনাকে (যোগী আদিত্যনাথ) কেউ বাঁচাতে পারবে না”।
বার্তায় আরও বলা হয়েছে, প্রয়োজনে রাজনৈতিক হত্যা করা হবে। ২২ জানুয়ারি উত্তর দেওয়া হবে। এই অডিও বার্তাটি ৪৪৭৫৩৭১৩১৯০৩ নম্বর থেকে পাঠানো হয়েছে। উল্লেখ্য, বিগত ২৪ ঘণ্টার মধ্যে অযোধ্যায় ৩ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ ও নিরাপত্তা সংস্থা। ৩ সন্দেহভাজনকে ক্রমাগত জেরা করছে এটিএস। নিরাপত্তা সংস্থা সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী যোগীকে হুমকি বার্তায় একটি ভয়েস রেকর্ডিং পাঠানো হয়েছে। বর্তমানে এই বার্তার সঙ্গে সংশ্লিষ্ট সব দিক খতিয়ে দেখা হচ্ছে।