নিউজ ডেস্ক: আফগানিস্তানে বিমান দুর্ঘটনা। কিভাবে দির্ঘটিনা তা অবশ্য জানা যায়নি। জানা গিয়েছে রাশিয়ার মস্কোগামী একটি বিমান আফগানিস্তানের বদখসানে ভেঙে পড়েছে। এই খবর নিশ্চিত করেছে তালিবান প্রশাসন। বিভিন্ন সংবাদসংস্থা ভেঙে পড়া বিমানের ছবি প্রকাশ করেছে। এখনও হতাহতের কোনও খবর মেলেনি। ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, বিমানটি ভারতের নয়।
শনিবার সকালে একটি বিমান মস্কো যাওয়ার পথে ভেঙে পড়ে। বদখসান প্রদেশে ওই বিপর্যয়ের খবর প্রথমে দেয় তালিবান প্রশাসন। সংশ্লিষ্ট অঞ্চলের তথ্য দফতরের প্রধান জাবিহুল্লাহ আমিরি বলেন, ‘‘বিমান ভেঙে পড়ার খবর সত্যি। কিন্তু ঠিক কোন জায়গায় সেটি ভেঙে পড়েছে, তা এখনও জানা যায়নি। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি দল পাঠিয়েছি। তারা এখনও পৌঁছয়নি।’’ তবে এই দুর্ঘটনার পিছনে তালিবানের কোন যোগ রয়েছে কি না তা জানা যায়নি। অন্যদিকে রাশিয়ার তরফেও দুর্ঘটনা নিয়ে কোন বিবৃতি আসেনি। কোন জঙ্গী সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। প্রসঙ্গত তালিবান প্রশাসনের মধ্যে বিমান দুর্ঘটনা সংক্রান্ত তদন্তের সক্ষমতা আছে কি না তা নিয়ে সন্দিহান বিশ্ববাসী। তবে সংশ্লিষ্ট বিমান্সংস্থাকে ব্ল্যাকবক্স ফিরিয়ে দেওয়া কিংবা তালিবান এই ঘটনার তদন্তভার কাউকে দেয় কি না তা সময় বলবে।