নিউজ ডেস্ক: ভিন রাজ্যের ব্যাঙ্ক প্রতারণা মামলায় ইডির তল্লাশি। জানা গেছে কলকাতা শহরের দুটি জায়গায় রবিবার ছুটির দিন ফের তল্লাশি চালাল ইডি। চিনার পার্ক সংলগ্ন একটি অফিস ও হাউজিংয়ের আবাসনে সকাল থেকে শুরু হয় ইডির তল্লাশি।
সূত্রের খবর, দিল্লিতে একটি ব্যাঙ্ক প্রতারণা মামলায় ইডি আধিকারিকদের এই তল্লাশি অভিযান। তবে অভিযান থেকে কী কী উদ্ধার হয়েছে বা তদন্তের অগ্রগতি সম্পর্কে ইডি আধিকারিকরা মুখ খোলেননি। চিনার পার্ক সংলগ্ন পিএস এভিয়েটর ভবনের পাঁচতলার একটি দফতরে তল্লাশি অভিযান চালান এনফোর্সমেন্ট ডিরেকটরেটের তদন্তকারী আধিকারিকরা। এদিন রবিবার ছিল ছুটির দিন। ওই দফতর যেখানে হানা দেওয়া হয় সেখানে এদিন ছুটি ছিল। ফলে অফিস বন্ধ ছিল এবং কর্মীরাও গরহাজির ছিলেন। তাই দীর্ঘক্ষণ বাইরেই অপেক্ষা করতে হয় তদন্তকারী আধিকারিকদের। পাশাপাশি গ্রিনউড হাউসিং কমপ্লেক্সের একটি ফ্ল্যাটেও একই মামলায় তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা। স্থানীয় সূত্রে খবর, ওই ফ্ল্যাটটি ঋষি সিং নামক এক ব্যক্তির যিনি ইমপোর্ট এক্সপোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত।