নিউজ ডেস্ক: সেন্ট্রাল অ্যাভিনিউর রাম মন্দিরে এলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমি প্রার্থনা করি তখন একটা ব্যাক্তির প্রার্থনা থাকে না। আজকে দিন রামজি, বাল্মীকি এবং সমাজ কে বলেন যে দেশদ্রোহী জঙ্গিদের থেকে তাদের রক্ষা করা। রবীন্দ্র নাথ বলে ছিলেন বাংলার মাটি বাংলার জল”। তিনি মন্ত্র উচ্চারণ করে বলেন রাম আমাদের হৃদয় সঙ্গে যুক্ত আছেন সারা পৃথিবী সঙ্গে যুক্ত আছে রাম। আমাদের শান্তি সম্প্রীতি বজায় রাখতে হবে। আমার অনুভতির যে শেষমেশ অযোধ্যা রাম লালা স্থাপিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাম লালা স্থাপিত হয়েছে। যা কিছু যদি বাংলা কে এবং ভারত যে জুড়ে রেখে বা সম্প্রীতি বজায় থাকে তাহলে সেটা কে স্বাগত জানাচ্ছি বললেন রাজ্যপাল।এর পাশাপাশি সংহতি মিছিল কে স্বাগত জানান রাজ্যপাল।