নিউজ ডেস্ক: রাম লালা ঘরে ফিরলেও ফেরেন নি নেতাজি। কলকাতা থেকে ৯২১ কিলোমিটার দূরে প্রায় ৫০০ বছর পরে বাড়িতে এসেছেন রাম। কিন্তু ৮০ বছর হয়ে গেলে সুভাষের কোন হদিশ নেই। বিমান দুর্ঘটনা হয়েছিল কি না। নেতাজি বেঁচে আছেন কি না। জন্মতারিখ বিবেচনা করলে সময়ের বিচারে এত দিন বেঁচে থাকা সম্ভব নয় বলেই মনে করা হয়। তিনি গত হলে কোথায় ও কবে হয়েছেন। এসবের উত্তর নেই।
Tags: boseINAnehru conspiracynetajinetaji subhyas chandra bose