নিউজ ডেস্ক: কলকাতা এবং উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আবারও বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন শীতের সকাল ও বিকেল আচ্ছন্ন হয়ে থাকবে মেঘলা আকাশ এবং ঘনকুয়াশায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস তেমনই ইঙ্গিত দিচ্ছে। বৃষ্টির পাশাপাশি তাপমাত্রাও বেশ কিছুটা বাড়তে চলেছে। যদিও সোমবার সকালেও কলকাতা এবং শহরতলিতে শীতের আমেজ বজায় ছিল। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম।