নিউজ ডেস্ক: মঙ্গলবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে (Raiganj) প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) । তার আগে চোপড়ায় (chopra) রোড শো করলেন মমতা। মঙ্গলবার শিলিগুড়ির (Siliguri) ফুলবাড়ির (Fulbari) ভিডিওকন মাঠ থেকে হেলিকপ্টারে করে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। চোপড়া থানার মাঠে তার হেলিকপ্টার নামে। সেখান থেকে প্রচুর তৃণমূল (TMC) কর্মী সমর্থকদের নিয়ে রোড শো (Road Show) করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে ঘিরে তার সমর্থকদের উন্মাদনা ছিল যথেষ্টই।
প্রসঙ্গত উত্তরবঙ্গে (North Bengal) মুখ্যমন্ত্রী এবং তার দলের জনসমর্থন নিয়ে প্রশ্ন তুলছিল বিরোধীরা। মনে করা হয় তাদের জবাব দিলেন তিনি। যদিও বিরোধীদের অভিযোগ শুধু চোপড়া (chopra) নয় আশপাশের জেলা থেকে লোক এনে রোড শো করেছে তৃণমূল। কিছু দিন আগে পর্যন্ত তৃণমূলের সভা সমিতিতে লোক হচ্ছিল না। তবে তার তুলনায় এ দিন যথেষ্ট লোক হয়েছে বলে দাবি শাসকের।
প্রসঙ্গত লোকসভা নির্বাচনের আগে ফের জেলা সফর শুরু করেছেন মমতা। বেশিরভাগ সরকারি কর্মসূচি হলেও এগুলিকে রাজনৈতিক কাজে ব্যবহার করছেন শাসক দলের সুপ্রিমো অভিযোগ বিরোধীদের। প্রথমে রায়গঞ্জে প্রশাসনিক সভা রয়েছে মমতার। এরপর সেখানে সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠান শেষ করে হেলিকপ্টারে করে তিনি বালুরঘাটে (Balurghat) যাবেন। বালুরঘাটে রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী। তারপর বুধবার সরকারি সাহায্য প্রধান অনুষ্ঠান করবেন তিনি। অনুষ্ঠান শেষ করে বুধবার মালদা (Malda) পৌঁছবেন মুখ্যমন্ত্রী। মালদার কর্মসূচি শেষ করে তিনি মুর্শিদাবাদ যাবেন। সেখানকার কর্মসূচি শেষে নদীয়ার (Nadia) কৃষ্ণনগরে (Krishnanagar) পৌঁছাবেন তিনি। সেখানে রাত্রি বাস করে পরের দিন সরকারি সহায়তা অনুষ্ঠানে অংশ নেবেন। ১ ফেব্রুয়ারি ওই কর্মসূচি শেষ করে হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরবেন।
বিরোধীদের অভিযোগ সরকারি সহায়তা কর্মসূচিগুলি নামে সরকারি কর্মসূচি হলেও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ সরকারি সহায়তা অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী যা ভাষণ দেন তাতে রন্ধ্রে রন্ধ্রে তিনি বক্তব্য রাখেন তৃণমূল নেত্রীর মত।