নিউজ ডেস্ক: শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা সরল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে। এই সংক্রান্ত আর কোনো মামলার শুনানি হবে না বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সমস্ত মামলা তাঁর হাত থেকে সরিয়ে নিয়ে দায়িত্ব দেওয়া হল হাইকোর্টের অন্য এক বিচারপতিকে। আজ এ কথাই একটি নির্দেশিকায় জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। প্রসঙ্গত মঙ্গলবারই সংঘাত লেগেছিল কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে। মেডিক্যালে ভর্তির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, সেই নির্দেশ খারিজ করে দিয়েছিল বিচারপতি সেনের ডিভিসন বেঞ্চ। তারপরই বিচারপতি সেনে বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সেই নির্দেশ খারিজ করে দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি তিনি সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ারও নির্দেশ দিয়েছিলেন।