নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করে ফিরতেই পরের দিন তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন ধরল কোচবিহারে। কোচবিহার ২ নম্বর ব্লকের মধুপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ ৩ জন পঞ্চায়েত সদস্য ও বুথ সভাপতি থেকে শুরু করে বহু কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করে । কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এছাড়াও সঙ্গে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি তথা উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দেসহ অন্যান্য বিজেপি নেতৃত্ব । মধুপুর গ্রাম পঞ্চায়েতে মোট ২৪টি আসন রয়েছে যার মধ্যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ১০টি ও তৃণমূল কংগ্রেস ১৪ টি আসন পেয়েছিল । উপ প্রধানসহ তিনজন বিজেপিতে যোগদান করা এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েতে বিজেপির পঞ্চায়েত সদস্য সংখ্যা দাঁড়াল ১৩ ও তৃণমূল কংগ্রেসের ১১ । কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, “মুখ্যমন্ত্রী সভা করে গিয়েছেন বহু প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন। তারপরেই আজ তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও প্রধানরা বিজেপিতে যোগদান করলেন। এই গ্রাম পঞ্চায়েত রীতিমত এখন বিজেপির অধীনে থাকল।
এছাড়াও এ দিন কোচবিহার শহরের বিভিন্ন ওয়ার্ড থেকেও তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা বিজেপিতে যোগদান করেন ।
যদিও এই যোগদান নিয়ে কোচবিহার ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল সরকার বলেন, “যারা বিজেপিতে যোগদান করেছেন তাদের বিরুদ্ধে বহু অভিযোগ উঠে এসেছিল পুলিশের পক্ষ থেকে। তাদের পাশে দল দাঁড়ায়নি তাই তারা দল ত্যাগ করেছে তাতে কিছু যায় আসে না” ।