নিউজ ডেস্ক: মালদহে সেই সময় সভা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তখন আর একদিকে চলছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। সেই সময় রাহুলের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল। ভারত জোড়ো ন্যায় যাত্রায় এদিন বিহার থেকে মালদহে আসেন কংগ্রেস নেতা। কিন্তু, মালদহে প্রবেশ করার মুহূর্তেই বিপত্তি । রাহুল যে কালো গাড়িতে ছিলেন, তার পিছনের কাঁচ ভেঙে ফেলা হয়। ইট মেরে কাঁচ ভাঙা হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। মুখে কারও কথা উল্লেখ না করা হলেও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর ইঙ্গিত এই ঘটনার নেপথ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস।
অধীর রঞ্জন চৌধুরীর এদিন স্পষ্ট বলেছেন, ” এই রাজ্যে অসহযোগিতা হচ্ছে। মুখ্যমন্ত্রীর মিটিং মিছিলে সমস্যা হয় না বাকিদের ক্ষেত্রে হয়। বোঝাই যাচ্ছে ওরা চায় না বাকিরা মিটিং মিছিল করুক। কোচবিহার থেকে অসহযোগিতা হচ্ছে। কর্মীদের মারধর করেছে। ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়েছে। গাড়ির পিছনে ছিলাম। কে করেছে দেখতে পাই নি। তবে কারা আর করতে পারে বুঝে নিতে হবে”।
জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানার দেওয়ানগঞ্জের কাছে পৌঁছতেই জনতার ভিড়ের মধ্যে পড়ে রাহুলের গাড়ি । সেইসময় ঘটনাটি ঘটে । রাহুল গান্ধীর সঙ্গে ওই গাড়িতে ছিলেন অধীর চৌধুরীও । তাঁর দাবি কোচবিহার থেকে এই অসহযোগিতা শুরু হয়েছে।’ যদিও তৃণমূলের যোগ তো দুরের কথা ঘটনা বিহারে ঘটেছে বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
কুণালের দাবি ঘটান্টি বিহারের কটিহারে ঘটেছে।
বাংলায় ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ নিয়ে বারবার বাধার সম্মুখীন হচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী । সভার অনুমতি না পাওয়া, অতিথিশালা থেকে স্টেডিয়াম, কোনও কিছুই আবেদন করে মেলেনি বলে দাবি কংগ্রেসের । রাজ্য সরকারের বিরুদ্ধে বারবার অসহযোগিতার অভিযোগ তুলছে কংগ্রেস ।