নিউজ ডেস্ক: শিক্ষা দফতর থেকে শুরু করে বিভিন্ন সরকারি দফতরে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ। উত্তর ২৪ পরগনার বিভিন্ন থানায় অভিযোগ করলেও কোনো কাজ না করার অভিযোগ। সেই কারণে বুধবার সল্টলেকে ইডি ও সিবিআই দফতরে প্রতারিতরা অভিযোগ জানাতে আসে।
প্রতারিতদের অভিযোগ, “মিতা মুখার্জি যিনি বারাসাতের বাসিন্দা তিনি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের নাম করে বাগদা এলাকার প্রদীপ বিশ্বাস নামে এক ব্যক্তির হাত দিয়ে টাকা তুলত। প্রথমে এই প্রদীপ বিশ্বাস বিভিন্ন বেকার যুবক-যুবতীদের ফোন করে বা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করতো। বলত তার এক দিদি আছে মিতা মুখার্জি যিনি এসেম্বলিতে চাকরি করে। এসব বলে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা চাইতো। এরপর প্রচারিতদের কাছ থেকে ধাপে ধাপে কারো থেকে পাঁচ লাখ, কারো থেকে ছয় লাখ এইভাবে টাকা নিতো। এরপর ভুয়ো জয়েন্ট লেটার দিত। সেটা নিয়ে সংশ্লিষ্ট দফতরে গেলে তারা বুঝতে পারত জয়েন্ট লেটার ভুয়ো”। এরপর টাকা ফেরত চাইতে গেলে মিতা মুখার্জির প্রাণনাশের হুমকি দিতে বলে অভিযোগ। এরপর উত্তর ২৪ পরগনার বিভিন্ন থানায় অভিযোগ জানাতে গেলেও পুলিশ অভিযোগ না নিয়েই তাড়িয়ে দেয়। প্রতারিতদের দাবি, মিতা মুখার্জির বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের সাথে তার যোগাযোগ আছে সেজন্য পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। অবশেষে বুধবার তারা সিজিও কমপ্লেক্সের সিবিআই ও ইডি দপ্তরে তাদের অভিযোগ জানায়।