নিউজ ডেস্ক: শুরু হল ২০২৪ সালের বাজেট অধিবেশন। বুধবার সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পক্ষ থেকে দেওয়া ভাষণের মাধ্যমে এই অধিবেশনের সূচনা হয়েছে। প্রসঙ্গত, দেশের নবনির্মিত সংসদ ভবনে এটিই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রথম ভাষণ ছিল। এছাড়াও লোকসভায় এই বাজেট অধিবেশন সম্পর্কে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, অর্থমন্ত্রী বৃহস্পতিবার অন্তর্বর্তী অর্থাৎ ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করবেন।
বুধবার লোকসভায় বাজেট অধিবেশনের ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের এবং সরকারের একাধিক সাফল্যের বিষয় উল্লেখ করেছেন। ইসরোর চন্দ্রযানের চাঁদের দক্ষিণ মেরুতে অবরতরণ, প্রতিরক্ষা বিভাগের প্রধান নিয়োগ, রাম মন্দির নির্মাণ-সহ একাধিক সাফল্য উল্লেখ করে দেশের এবং সরকারের ভূয়সী প্রসংশা করেছেন তিনি।
বাজেট অধিবেশনের শুরুর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের বক্তব্যে বিশেষভাবে নারী শক্তির কথা উল্লেখ করেছেন। তিনি জানান, “নতুন সংসদের প্রথম অধিবেশনে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ পাশ করা হয়েছে। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন দেশ কর্তব্য পথে নারী শক্তি ও তাঁদের বীরত্ব প্রত্যক্ষ করেছে।
প্রতি বছর এই সময়টায় বেশ উৎকণ্ঠা থাকে সাধারণ মানুষের মধ্যে। কোন জিনিস দামি আবার কোনটা সস্তা হচ্ছে। আয়করের হিসেবটা ঠিক কেমন থাকবে। এমনই নানা প্রশ্ন জ্ঞহুরপাক খায় দেশবাসীর মনে। বৃহস্পতিবার সেই মাহেন্দ্রক্ষণ । চলতি বছর লোকসভা নির্বাচন থাকায় অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর তার সঙ্গেই এক বিরল কৃতিত্বের অধিকারী হতে চলেছেন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের রেকর্ড ছুঁয়ে এই নিয়ে পরপর ছয়টি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন নির্মলা। আরও একটি বিরল কৃতিত্ব রয়েছে নির্মলার ঝুলিতে। সময়ের দিক থেকে দেশের দীর্ঘতম বাজেট বক্তৃতা দেওয়ার রেকর্ডও রয়েছে সীতারামনের । ২০২০ সালে তাঁর বাজেট বক্তৃতা ২ ঘণ্টা ৪২ মিনিট ধরে চলেছিল । বেলা ১১ টায় তাঁর বক্তব্য শুরু হয়ে তা শেষ হয় দুপুর ১ টা বেজে ৪০ মিনিটে । তবে দেশে একাধিক অর্থমন্ত্রী হয়েছেন যাদের কপালে বাজেট পেশ করার তকমা জোটে নি। যেমন কে সি নিয়োগী। স্বাধীন ভারতের দ্বিতীয় অর্থমন্ত্রী ছিলেন তিনি। এই তালিকায় দ্বিতীয় নাম হেমবতী নন্দন বহুগুণার। ১৯৭৯ সালের ২৮ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অল্প সময়ের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী হওয়ায় তিনি বাজেট বক্তৃতা পড়ার সুযোগ পাননি । এই তালিকায় তৃতীয় নাম এনডি তিওয়ারির। তিনিও কেন্দ্রীয় বাজেট বক্তৃতা পড়তে পারেননি।