নিউজ ডেস্ক: চলতি বছরের এপ্রিল মাসের আশপাশে হতে পারে লোকসভা নির্বাচন। ১৮ তম লোকসভা নির্বাচনে বাজিমাত করবে কে তা সময় বলবে। বর্তমান সরকার এগিয়ে থাওলেও শেষবারের মত বাজেটে কোন ঝুঁকি নিতে রাজি নয় তারা। এই সরকারের শেষ বাজেট পেশ ঘিরে নানা মুনির নানা মত। জনমুখী বাজেট হতে পারে এমনটাই আশা পর্যবেক্ষকদের। তবে সাধারণ মানুষদের অনেকটাই আশা ভরসা রয়েছে এই বাজেট থেকে। মানুষের আশা আকাঙ্খা ও প্রত্যাশা নিয়ে এ প্রতিবেদন। কী বলছে বাংলার মানুষ?