এ যেন হিন্দু পক্ষের মন্দির ফেরত পাওয়ার প্রক্রিয়ায় প্রথম পদক্ষেপ। বুধবার যে রায় এসেছে আদালতের তরফে তাঁর ফলে কী রায় আসতে চলেছে তা প্রায় নিশ্চিত মত উকিল এবং রাজনীতিবদ আসাদুদ্দিন ওয়াইসির। ৩১ বছর পর বারাণসীর জ্ঞানবাপীর ব্যাস তেহখানা থেকে শোনা গেল ঘণ্টাধ্বনি। হল মঙ্গলারতি স্ত্রোত্র উচ্চারন। বারাণসী জেলা আদালতের রায়ের পর জ্ঞানবাপীর সেই তালাবন্ধ বেসমেন্টে পুজো হল রাত ২টো নাগাদ। ৩১ বছর আগে হঠাতই প্রশাসনের নির্দেশে এই পুজো বন্ধ করে দেওয়া হয়েছিল। বুধবার বিকেলে বারাণসী জেলা আদালতের রায় আসে তেহখানায় পুজো করতে পারবে ভক্তরা। এর জন্য প্রশাসনকে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়। এর পর সন্ধ্যা থেকেই জ্ঞানবাপী মসজিদের বাইরে কোলাহল শুরু হয়ে যায়। রাত ১০টা নাগাদ বারাণসীর জেলাশাসক এবং ডিআইজি ঘটনাস্থলে পৌঁছন। প্রশাসনের নির্দেশে মসজিদের বেসমেন্ট চত্বর থেকে ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়। গোটা এলাকা পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়।
Tags: gyanwapi case