নিউজ ডেস্ক: বছরের প্রথম দিকটা বাংলা বাদে শুষ্কই কেটেছে উত্তর ভারতের বেশিরভাগ প্রান্তে। ফেব্রুয়ারিতে বৃষ্টিতে ভিজেছে রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। ভারতীয় আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে উত্তর ভারতে স্বাভাবিক অথবা তার থেকে বেশি বৃষ্টি হবে। ফলে গত বছরের তুলনায় বেশি থাকবে আর্দ্রতা। পূর্ব ও পশ্চিম উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ এই রাজ্যগুলিতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে ফেব্রুয়ারি মাসে। স্বাভাবিকভাবে এবার চাষের ক্ষেত্রে সমস্যা কম হবে এমনটাই মনে করছেন কৃষকরা
Tags: barish kab hogirain in indiarain in kolkatarain in upweather updatewinter season