নিউজ ডেস্ক: শুক্রবার সকাল থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। পরীক্ষা শুরু হওয়ার আগে ভোরে রাজ্য (West Bengal) জুড়ে পরীক্ষার্থীদের সহায়তায় বাস (Bus) ও মেট্রো (Metro) পরিষেবা চালু হল। এ বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী। অন্যান্য বারের চেয়ে পরীক্ষার সময় এ বার অনেকটা এগিয়ে আনা হয়েছে। সেই কারণে বাস পরিষেবাও ভোরবেলা থেকে শুরু হয়ে যায়। ছাত্রছাত্রীদের সুবিধার্থে অন্যান্য দিনের চেয়ে পরিমাণে অনেক বেশি বাস নামবে রাস্তায়। কলকাতা শহরের পাশাপাশি জেলায় জেলায় ছবিটা একই রকম। শহর ও শহরতলীতে অন্যান্য দিন নির্দিষ্ট বাসস্ট্যান্ড থেকে ১০ মিনিট অন্তর অন্তর বাস ছাড়ে। তবে শুক্রবার সকাল থেকে বাস চলেছে স্বল্প সময়ের ব্যবধানে। সরকারি এবং বেসরকারি বাস পরিষেবায় কোনও ভাড়া নেওয়া হচ্ছে না মাধ্যমিক পরীক্ষার্থীদের থেকে। সরকারি বাসের ক্ষেত্রে আগেই এই ছাড়ের কথা ঘোষণা করা হয়েছিল। এ বার বেসরকারি বাস সংগঠনও বিনামূল্যে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিষেবার কথা জানিয়ে দিল। পাশাপাশি পরীক্ষার্থীদের সুবিধার্থে এগিয়ে এসেছে মেট্রোরেল ও ট্রেনও। অনেক শাখায় লোকাল ট্রেনের স্টপেজ বাড়ানো হয়েছে। বিশেষ পরিষেবা দিয়েছে মেট্রোও।
অন্যদিকে এবারের মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Exam) নিয়মও কঠিন হয়েছে বেশ অনেকটা। কোনও পরীক্ষার্থী প্রশ্নপত্রের (Question Paper) ছবি তুলতে গেলেই তাঁর উত্তরের খাতা বাতিল করা হবে। এছাড়াও থাকছে একাধিক নিরাপত্তার (Security) ঘেরাটোপ। এছাড়াও পরীক্ষা সংক্রান্ত যে কোনও জিজ্ঞাস্য জানার পাশাপাশি, যেকোনও সমস্যার কথাও জানানো যাবে বিশেষ কন্ট্রোলরুম (Madhyamik Control Room) নম্বরে। হেল্পলাইন (Helpline) নম্বরগুলি হল ০৩৩-২৩৫৯২২৭৭ এবং ০৩৩-২৩৫৯২২৭৮। এছাড়াও পর্ষদের তরফে https://wbbse.wb.gov.in- এই লিঙ্কটি প্রকাশ করা হয়েছে। এখানে ক্লিক করলেই জেলা ভিত্তিক হেল্প লাইন নম্বর দেওয়া হয়েছে। যে কোনও জেলার পরীক্ষার্থীরাই সেই নির্দিষ্ট নম্বরে ফোন করে পরীক্ষা সংক্রান্ত সংমস্যার কথা জানাতে পারবেন। ইমেল (e mail) মারফত যোগাযোগের জন্যও একটি পৃথক ইমেল আইডিও পর্ষদের তরফে জানানো হয়েছে। পরীক্ষার্থীদের পাশাপাশি, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকেরাও কোনও সমস্যায় পড়লে এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করতে পারবেন।
অন্যদিকে ডুয়ার্সের (Duars) হাতি প্রভাবিত জঙ্গল ঘেরা এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন বন দফতরের কর্মীরা। শুক্রবার সকাল থেকে বনদফতরের বিভিন্ন রেঞ্জের বন কর্মীরা পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়ার কাজ শুরু করেন। রেঞ্জগুলির কাছে নিজেদের পর্যাপ্ত গাড়ি না থাকায় বেসরকারি সংস্থার গাড়ি ভাড়া করতে দেখা যায় বন দফতরকে। বন কর্মীদের এই প্রয়াসে খুশি প্রকাশ করেছেন মাধ্যমিক পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা। গত বছর এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছিল হাতির আক্রমনে।