নিউজ ডেস্ক: রামমন্দিরের।উদ্বোধনের পর দিন থেকেই ভক্তদের ঢল নামে মন্দির চত্বরে।জানা গিয়েছে, গত ১১ দিনে মোট ২৫ লক্ষ ভক্ত অয্যোধ্যার রামমন্দিরে গিয়ে রামলালার দর্শন করেছেন।প্রথম দিন শুধু নিমন্ত্রিতরাই উপস্থিত ছিলেন সেখানে।তবে পর দিন থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছিল মন্দিরের দরজা। তারপর থেকেই সেখানে পুণ্যার্থীদের ঢল নেমেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় পুলিশ-প্রশাসন। অবস্থা এমন হয় যে ২৩ তারিখ ভিড়ের চাপে সাময়িক ভাবে বন্ধ করে দিতে হয় মন্দির। তার পর অবশ্য তা আবার খুলে দেওয়া হয়।
এক সমীক্ষায় জানা গিয়েছে, মন্দিরে সাধারণের প্রবেশের অনুমতির পর থেকে এখনও পর্যন্ত সেখানে মোট ১১কোটি প্রণামী জমা পড়েছে মন্দির কর্তৃপক্ষের কাছে। এর মধ্যে কিছু মানুষ নগদ দিয়েছেন প্রণামী বাক্সে। কিছু মানুষ অনলাইনে দিয়েছেন, কেউ বা দিয়েছেন চেকে। মন্দির কমিটি জানিয়েছে ১১ কোটির মধ্যে ৮ কোটি টাকা নগদ প্রণামী বাক্সে জমা দিয়েছেন ভক্তরা। মন্দিরের গর্ভগৃহ, রাম লালার ঘর সহ ভক্তদের যাতায়াতের পথে মোট ৪ জায়গায় প্রণামী বাক্স রয়েছে। ডিজিটাল ব্যবস্থার জন্য ১০টি কম্পিউটারাইজড কাউন্টার রয়েছে সেখানে, যার মাধ্যমে ভক্তরা প্রণামী জমা দিচ্ছেন।
প্রতিদিন সন্ধে বেলা প্রণামীর পরিমাণ গণনা করা হয় বলে জানা গিয়েছে। সমগ্র গণনা প্রক্রিয়া সম্পন্ন হয় সিসিটিভির নিচে। মনে করা হচ্ছে, শীতের দাপট আর একটু কমলে, রামমন্দিরে বাড়বে ভক্ত সমাগম।তার জন্য বিশেষ প্রস্তুতিও নিচ্ছে যোগী আদিত্যনাথের সরকার।