নিউজ ডেস্ক: এবারের মত শীত বিদায়।অন্তত গত কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি দেখে অনেকে এটাই মনে করছেন।উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে সকালের দিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে কিছু এলাকায়। বেশি কুয়াশা হবে মালদহ এবং দুই দিনাজপুরে। শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। কুয়াশা সরলে তাপমাত্রাও কমবে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস।
সিকিম-সহ দার্জিলিং পাহাড়ের উঁচু এলাকায় বৃহস্পতিবার রাত থেকে প্রবল তুষারপাত শুরু হয়েছে৷ বিপদ এড়াতে শুক্রবার ছাঙ্গু ভ্রমণের পারমিট বন্ধ রাখে সিকিম প্রশাসন। পূর্ব ও উত্তর সিকিমে বৃষ্টি চলছেই। পাশাপাশি আরও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে সেখানে ‘হলুদ’ সতর্কতা জারি হয়েছে। সান্দাকফু, ফালুট থেকে মানেভঞ্জন সর্বত্র তুষারপাত হয়েছে। শুক্রবার সকাল থেকে সিকিমের লাচুং, লাচেন এবং নাথুলা বরফের চাদরে মুড়ে গিয়েছে। শিলাবৃষ্টিও হয়েছে পাহাড়ি উঁচু এলাকায়। আবহাওয়া দফতর বলছে, পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে উত্তরবঙ্গে শুরু হয়েছিল তুষারপাত এবং শিলাবৃষ্টি।আজ, শনিবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
অন্যদিকে শনিবার ভোরের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা গিয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শহর থেকে জেলা, সর্বত্রই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির জেরেই পারদ চড়ছে।পাশাপাশি ফিকে হচ্ছে শীতের আমেজ। শুক্রবারের পর শনিবারেও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আজ বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও নদিয়া জেলায়। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে।
শনিবার ভোরের দিকে শহর কলকাতা ছাড়াও একাধিক জেলায় ঘন কুয়াশার দাপট ছিল। তবে আবহাওয়া দফতর জানিয়েছে,আপাতত দিন কয়েক দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি বিশেষ বদল আসবে না। নতুন করে শীতের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও দেখা যাচ্ছে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।