নিউজ ডেস্ক: শনিবার কেন্দ্রীয়
বঞ্চনার বিরুদ্ধে রেড রোডের ধর্না মঞ্চ থেকে কংগ্রেসকে নজিরবিহীন আক্রমণ করলেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা শুক্রবার নাম না করে রাহুল গান্ধীকে
কটাক্ষ করে বলেছেন,”সামনে ভোট, বসন্তের
কোকিল চলে এসেছে। এখন নতুন একটা ফ্যাশন হয়েছে। শুধু ফটোশুট হচ্ছে। জীবনে কখনও
চায়ের দোকানে বসেনি। শিশুকে আদর করেনি, শিশু কি জিনিস জানে
না। জীবনে কখনও বিড়ি বাঁধেনি। বিড়ির বদলে হয়ত অন্য কিছু খায়। তারা আজ ফটোশুট
করছে। কংগ্রেস সারা দেশে ৪০টি আসন পাবে কিনা জানি না। আগে নিজের জায়গা দেখাও।
পারলে বারাণসীতে গিয়ে বিজেপিকে হারাও। রাজস্থানে তোমরা জেতা জায়গায় হেরেছ।
মধ্যপ্রদেশে গিয়ে বিজেপিকে হারাও। তুমি বাংলা না বেছে ইউপিতে গেলে না কেন?”
সূত্র মারফত জানা গিয়েছে যে, শনিবার সকালে মঞ্চ সংলগ্ন এলাকায় হাঁটাহাঁটি করেছেন তৃণমূলনেত্রী। স্থানীয়
প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে কথা বলেন এবং শুভেচ্চা বিনিময় করেন। এরপর
ধর্না মঞ্চে এসে কংগ্রেসকে নিশানা করেন তিনি। প্রসঙ্গত,শুক্রবারও
রেড রোডের কেন্দ্র-বিরোধী ধর্নামঞ্চ থেকে কংগ্রসকে কটাক্ষ করেছিলেন মমতা। লোকসভা
নির্বাচনে প্রাপ্য আসনের ভিত্তিতে কংগ্রেস আদৌ দেশের দ্বিতীয় বৃহত্তম দল হবে কি না,
তা নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেছিলেন, ”কংগ্রেস
সারা দেশে ৪০টা আসন পাবে কি না জানি না!”
এর উত্তরে কংগ্রেস তার জবাব দিল। শনিবার সংবাদ
সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাত্কারে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, ”আমরা আশা করছি, উনি এখনও বিরোধী জোট ‘ইন্ডিয়া’রই সদস্য এবং ওঁর দাবি অনুযায়ী, উনি এখনও বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন।” তবে জবাব
দিলেও মমতার সঙ্গে বাংলা নিয়ে আলোচনার পথ কংগ্রেস এখনও খোলা রেখেছে বলে মনে করছে
রাজনীতির কারবারিদের একাংশ। তাদের ধারণা, সম্ভবত সে জন্যই মমতার
আক্রমণের জবাব দিলেও জেনে বুঝেই অতিরিক্ত সুর চড়ায়নি কংগ্রেস।লোকসভা ভোটে বাংলায়
তৃণমূলের সঙ্গে জোট বেঁধে লড়তে চাইছে কংগ্রেস।
অন্য
দিকে, বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময়
নেত্রী মমতা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন জোট গোটা ভারতে থাকলেও বাংলায় তিনি একাই
লড়বেন।