নিউজ ডেস্ক: অসময়ের বৃষ্টিতে কেটেছে কনকনে শীতের আমেজ।বৃষ্টিপাতের কারণে স্বাভাবিকভাবেই বাতাসের আর্দ্রতা বৃদ্ধি পেয়েছে।ফলে ধীরে ধীরে শীতের ভাব কাটছে।দার্জিলিং এবং কালিম্পং অঞ্চলে সোমবার শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় সোমবার ও মঙ্গলবার তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে।পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচ জেলায় সোমবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
অন্যদিকে দক্ষিণবঙ্গে সোমবার ও মঙ্গলবার সকালে হালকা কুয়াশা থাকবে। কোথাও মাঝারি বা ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে আংশিক বা সম্পূর্ন মেঘলা আকাশ দেখা যাবে।উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিনেও সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় বজ্রবিদ্যুত্ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার, একাধিক জেলায় হালকা, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।দক্ষিণের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রাজ্যে সোমবার থেকে ফের বাড়তে শুরু করবে দিন ও রাতের তাপমাত্রা। বুধবার এবং বৃহস্পতিবারের মধ্যে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গেও মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।তবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের নীচে এই মরশুমে আর তাপমাত্রা নামার সম্ভাবনা নেই কলকাতায়।
প্রসঙ্গত,আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। তা অবশ্য স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সোমবারও দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির বেশি হবে না বলে মনে করা হচ্ছে।আগামী কয়েক দিনে তাপমাত্রা কমার কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।