নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলছে ভারতীয় দলের। কিন্তু তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে টিম ইন্ডিয়ার হয়ে দেখা যায় নি মাঠে। বরং ব্যক্তিগত কারণে ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-এর থেকে অব্যাহতি নিয়ে নিয়েছেন তিনি। খেলা থেকে হঠাৎ এই বিরতি নিয়ে বা বিরাট কোহলির অনুপস্থিতির কারণ নিয়ে জল্পনা চলছে সেই সময় থেকেই।শনিবার এই জল্পনায় সিলমোহর দিলেন কিং কোহলির কাছের বন্ধু এবি ডিভিলিয়ার্স ৷ তিনি জানালেন, দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা বিরাট এখন পরিবারকে সময় দিচ্ছেন ৷