নিউজ ডেস্ক: বুধবার জীবনের ৩৫ বছর পূরণ করলেন বর্তমানে ইতালিয়ান ক্লাবে খেলা রোনাল্ডো । ১৯৮৫ সালে মাদেইরার রাজধানী ফানচালে জন্ম গ্রহণ করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ডস সান্তোস অ্যাভেইরো। বাবা ছিলেন পেশায় মালী। মা রাঁধুনির কাজ করতেন। এই বাড়ির সর্বকনিষ্ঠ সন্তান সি আর সেভেন। যুক্তরাস্ট্রের সাবেক রাষ্ট্রপতি রোনাল্ড রিগ্যানের নাম থেকেই “রোনাল্ডো” নামটা বেছে নিয়েছিলেন বাবা জোসে দিনিস ও মা মারিয়া ডলোরেস।