নিউজ ডেস্ক: নরেন্দ্রপুর
ছাত্র মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। পারিবারিক বিবাদের জেরে খুন হয়েছে অপ্রতিম
দাস নামে ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের ছাত্র। রবিবার বিকেলে তার দেহ ভেসে ওঠে
বাড়ির পাশের একটি জলাশয়ে। গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল সে। বৃহস্পতিবার রাতেই
পরিবারের সদস্যরা নরেন্দ্রপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু
পুলিশ যথাযথ তদন্ত করেনি বলে রবিবার দেহ উদ্ধার করতে গেলে পুলিশের বিরুদ্ধে
ক্ষোভ উগরে দেন পরিবারের সদস্যরা এবং
স্থানীয়রা। পুলিশের সাথে হাতাহাতি বচসা ও হয়।
সোমবার এই ঘটনায়
চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে। পারিবারিক বিবাদের জেরেই খুন হয়েছে অপ্রতিম, এমনটাই দাবি পরিবারের সদস্যদের। অপ্রতিমের বাবা সুমন দাস ও মা বর্ণালী
দাসের মধ্যে দীর্ঘদিন ধরে সাংসারিক অশান্তির কারণেই অপ্রতীম খুন হয়েছে বলেই
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। অপ্রতিমের দিদিমা সহ তার মায়ের পক্ষের দাবি বাবা
সুমন দাসই খুন করেছে অপ্রতিমকে। সুমনের একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে
অভিযোগ পরিবারের। অন্যদিকে অপ্রতিমের বাবা সুমন দাস ও দাদু সুব্রত দাসের অভিযোগ অপ্রতিমকে খুন করেছে
তার মা। দু পক্ষের মধ্যে চাপান উতর চলছে। দুপক্ষই এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন।
অন্যদিকে নরেন্দ্রপুর থানার
সামনে বিজেপির বিক্ষোভ। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিক্ষোভ বিজেপির।
নরেন্দ্রপুর ইঞ্জিনিয়ারিং ছাত্র খুনের সোমবার দুপুর বারোটা নাগাদ নরেন্দ্র পুর
থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিজেপি।