নিউজ ডেস্ক: কন্যাশ্রীর অ্যাকাউন্ট থেকে উধাও ২০ হাজার টাকা। ঘটনায় সাইবারক্রাইম থানার দ্বারস্থ তপন এলাকায় ওই ছাত্রী ও তাঁর পিতা।
জানা গেছে তপনের বালাপুরে বাড়ি দ্বাদশ শ্রেণীর পড়ুয়া শিখা কর্মকার তাঁর অ্যাকাউন্টে গত ২০ ডিসেম্বর কন্যাশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকা ঢোকার ম্যাসেজ পান। অভিযোগ পরবর্তীতে ১৫ জানুয়ারী একাউন্টের ব্যালেন্স চেক করতে গিয়ে দেখেন যে সেখান থেকে ২০ হাজার টাকা উধাও। ঘটনায় প্রথমে ব্যাংক ও তারপর সোমবার সরাসরি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে সাইবারক্রাইম থানার পুলিশ।
কনাশ্রী পড়ুয়া শিখা কর্মকার বলে, রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পর টাকা একাউন্টে ঢোকার পরে খুব আনন্দিত ছিলাম। কিন্ত কিভাবে সেই টাকা পরবর্তীতে উধাও হয়ে গেল তা বুঝতে পারছিনা।
ছাত্রীর বাবা গিরিধারী কর্মকার বলেন, টাকা ঢোকার খবর পেয়ে অত্যন্ত উৎফুল্ল ছিলাম আমরা। তবে মেয়ে বলেছিল এখন টাকার দরকার নেই। প্রয়োজনের সময় তোলা হবে। গিরিধারী বাবুর কথায়, মেয়ে একাউন্ট থেকে টাকা তোলা জানেনা। তারাও ওই টাকা তোলেননি। এনিয়ে ব্যাঙ্কে গিয়েছিলাম। স্থানীয় থানাতেও যায়। কিন্তু এটা সাইবার ক্রাইম থানার ঘটনা বলে স্থানীয় তপন থানা অভিযোগ নেয়নি। এরপরেই এদিন বালুরঘাটে সাইবার ক্রাইমে অভিযোগ জানানো হল। তারা এনিয়ে কন্যাশ্রী দপ্তর থেকে শুরু করে জেলা শাসক এবং প্রশাসনিক সব মহলে অভিযোগ দায়ের করবেন।