নিউজ ডেস্ক: একেবারে সিনেমার কায়দায় দিনে দুপুরে ছিনতাই লক্ষাধিক টাকা। এক ব্যবসায়ীর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ৪ লক্ষ ৬৫ হাজার টাকা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা বলে অভিযোগ । ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার অন্তর্গত উখড়ার বাজপেয়ী মোড় সংলগ্ন এলাকায়। উখড়ার বিশিষ্ট ব্যবসায়ী তাপস কুমার মন্ডল জানান, প্রত্যেকদিন দোকানের ক্যাশ তিনি ব্যাংকে জমা করে আসেন। অনেকগুলো টাকা থাকে সেই কারণেই তিনি প্রত্যেকদিন ভিন্ন ভিন্ন রাস্তায় ব্যাংকে যান। সোমবারে তিনি উখরার স্টেট ব্যাঙ্কে যাওয়ার উদ্দেশ্যে অন্যদিনের রাস্তা ছেড়ে ভিন্ন এক রাস্তায় ব্যাংকের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু দুষ্কৃতীরা তাকে তার দোকান থেকেই লক্ষ্য করেছিল বলে মনে করেন তিনি। তাপস বাবু বলেন বাজপেয়ী মোড় থেকে একটু দূরে তার স্কুটি নিয়ে তিনি একটা গলি দিয়ে যেতেই বাইকে করে তিনজন দুষ্কৃতী এসে তার পথ আটকায়। তার চোখে প্রচুর পরিমাণে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে তার হাত থেকে টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা। একেবারে দিনে দুপুরে জনবহুল জায়গায় এই ধরনের ঘটনায় এ স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতিদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।