নিউজ ডেস্ক:
সামনেই লোকসভা নির্বাচন। গুয়াহাটিতে
প্রাচীন শক্তিপীঠ কামাখ্যা মন্দির করিডরের শিলান্যাস করেন মোদি। ৪৯৮ কোটি টাকা
ব্যয়ে তৈরি দিব্যলোক পরিযোজনা নামে এই প্রকল্পই হবে দেশের তৃতীয় বৃহত্তম মন্দির
করিডর। প্রথম দু‘টি কাশী বিশ্বনাথ এবং উজ্জয়িনীর মহাকাল করিডর। প্রধানমন্ত্রীর কথায় কথায়, ‘অযোধ্যার মহা সমারোহের পরে আমি এখানে মা
কামাখ্যার দ্বারে এসেছি। এখানে এলে মানুষ অনুভব করেন মায়ের দৈবশক্তি। আমি এই
করিডরের শিল্যানাস করতে পেরে অভিভূত।‘